নিউজ ডেস্ক : বিটিআরসি জানিয়েছে—একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করা যাবে।; এর বেশি সিম থাকলে আগামী বৃহস্পতিবার, ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ‘ডি-রেজিস্টার’ করতে হবে না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।
কমিশন বলছে, নির্ধারিত সময়সীমা না মানলে দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিম বাতিল করে দেওয়া হবে এবং এর দায়ভার পুরোপুরি গ্রাহকের উপর থাকবে। উদ্যোগটি সাইবার অপরাধ, অর্থনৈতিক প্রতারণা ও নিরাপত্তা ঝুঁকি কমানোকে সামনে রেখে নেওয়া হয়েছে।
সিম ডি-রেজিস্টার করার জন্য গ্রাহকরা সংশ্লিস্ট অপারেটরের কাস্টমার কেয়ারে (হেল্পলাইন — যেমন ১২১) যোগাযোগ করতে পারবেন; এনআইডি ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে অপারেটর সিম বাতিল কিংবা মালিকানা পরিবর্তন করে দেবে। নিজের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে *১৬০০১# ডায়াল করে তথ্য দেখা যাবে; অপব্যবহার বা অপ্রয়োজনীয় সিম থাকলে দ্রুত নিষ্ক্রিয় করার নির্দেশ আছে।
বিটিআরসির এই সতর্কবার্তার ফলে খেয়াল রাখতে হবে—যারা ১০টির বেশি সিম ব্যবহার করছেন তারা তৎক্ষণাৎ তাদের অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করবেন, নয়তো ৩০ অক্টোবরের পর এসব নম্বর কার্যকারিতা হারাবে।
ঢাকানিউজ২৪/মহফ
আরো পড়ুন : 




