ঢাকা  সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : ঢাকা, ২৮ অক্টোবর — বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’কে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন করেছে।

এ আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে (কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ডাকসু চত্বর, বিজয় একাত্তর হল এবং বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হল) মেলা একযোগে অনুষ্ঠিত হয়।

মেলায় বিভাগের এম.এস, এম.ফিল ও পিএইচ.ডি পর্যায়ের গবেষকগণ বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও কাউন্সেলিং সেবা প্রদান করেন।

মেলার একদিনে প্রায় ৫০০ জন মানুষ ফ্রি মানসিক স্বাস্থ্য সেবা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়স-শ্রেণি ও পেশার মানুষও এই সেবা গ্রহণ করেন।

মেলায় অংশগ্রহণকারীরা বিনামূল্যে সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন। শিক্ষার্থীদের মতে, মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা (স্টিগমা) কাটিয়ে ওঠার জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এ ধরনের আয়োজন থাকা প্রয়োজন।

একজন শিক্ষার্থী বলেন, “আমরা অনেক সময় বুঝি না আমাদের মানসিক স্বাস্থ্যে কোনো সমস্যা হচ্ছে। মেলায় এসে বুঝলাম আমাদের মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া দরকার এবং নিজের অনুভূতি ও চাপ নিয়ে খোলাখুলি কথা বলা জরুরি। কাউন্সেলিং নেওয়া কোনো দুর্বলতা নয়, বরং নিজের প্রতি যত্ন নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ”।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহানূর হোসেন জানিয়েছেন, “আমাদের ছাত্র-ছাত্রীরা আন্তরিকতা ও পেশাগত মানদণ্ড বজায় রেখে প্রায় ৫০০ জন মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করেছে”।

তবে তিনি বলেন, এতসংখ্যক মানুষের সেবা প্রয়োজন হলেও প্রয়োজনীয় দক্ষ জনবলের অভাবে সবার কাছে সেবা পৌঁছে দেওয়া যাচ্ছে না।

তিনি আরও জানিয়েছেন, বিভাগ প্রতিবছর আরও বেশি গ্র্যাজুয়েট তৈরি করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছে, যাতে ক্রমশ দক্ষ জনবল তৈরি হয়ে দেশের প্রত্যন্ত এলাকায় এই সেবা পৌঁছে দেওয়া যায়।

ড. শাহানূর আরও বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন এবং নীতি-নির্ধারকদের উচিত দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ নিশ্চিত করা, যার ফলে মানুষ মানসিক স্বাস্থ্য সেবা নিতে উৎসাহিত হবে।

তাঁর মতে, এই পদক্ষেপ মানসিক রোগকে ঘিরে প্রচলিত কুসংস্কার ও স্টিগমা দূর করে বাংলাদেশকে আরও সুস্থ-সমৃদ্ধ করবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular