
আন্তর্জাতিক ডেস্ক : গাড়িবোমা বিস্ফোরণে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৩ জন নিহত হয়েছেন। রোববার বেলুচিস্তানের কেচ জেলার হোশাব শহরে এই ঘটনা ঘটে। (খবর ডন)
কেচের জেলা প্রশাসক হুসাইন জান বালুচ বলেন, বিস্ফোরণের সময় গাড়িতে ৩ জন যাত্রী ছিল। ঘটনাটি শহরের হোশাব তাহসিল এলাকায় ঘটেছে। স্থানীয় প্যারামিলিটারিরা তাদের মরদেহ উদ্ধার করে তুরবাত হাসপাতালে নিয়ে যায়।
বালুচ বলেন, বিস্ফোরণটি মাটিতে পুতে রাখা মাইন থেকে হতে পারে অথবা রাস্তার ধারে থাকা কোনো অত্যাধুনিক বোমা বিস্ফোরণেও হতে পারে। ঘটনার তদন্ত চলছে।
গত ১৪ অক্টোবর তুরবাতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৬ শ্রমিক নিহত হয়। একই মাসের শুরুতে দেশটির একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণে তাকে হত্যা করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: