ঢাকা  শনিবার, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়মনপুরা উপজেলার চর কলাতলী লঞ্চঘাট উদ্ধোধন

মনপুরা উপজেলার চর কলাতলী লঞ্চঘাট উদ্ধোধন

নিউজ ডেস্ক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবঃ এম সাখাওয়াত হোসেন ২৮ অক্টোবর মঙ্গলবার নোয়াখালী জেলার হাতিয়ার নলচিড়া ঘাট পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহ মহোদয় উপস্থিত ছিলেন।

এছাড়া কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) জনাব এ,কে,এ,এম ফজলুল হক, নৌপরিবহন উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব (উপসচিব) মোঃ জাহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পুরঃ) জনাব মোঃ মহিদুল ইসলাম, পরিচালক (নৌনিট্রা) মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (নৌসওপ) ক্যাপ্টেন মোঃ শাহজাহান, অতিঃ প্রধান প্রকৌশলী (ড্রেজিং) জনাব মোঃ সাজিদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুরঃ) জনাব আ. স. ম. মাশরেকুল আরেফিন, নির্বাহী প্রকৌশলী (পুরঃ) এ.এস.এম আশরাফুজ্জামান, বন্দর কর্মকর্তা নয়ন শীল, বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি ও প্রশাসন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (অর্থ) শেখ মুঃ নাসিম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামানসহ উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রায় সকল গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ’র চট্টগ্রাম ডিভিশনের আওতাধীন নোয়াখালী জেলা সদর তথা মূল ভূখন্ডের সাথে হাতিয়া দ্বীপাঞ্চলের জনগণের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌ-পথ। প্রতিদিন প্রায় ৪/৫ হাজার যাত্রী বঙ্গোপসাগরের মোহনায় প্রায় ২০ কিলোমিটার নৌ-পথ পাড়ি দিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। দ্বীপের জনগণ বিভিন্ন নৌযান (ট্রলার, স্পিড বোট, সি-ট্রাক) যোগে চেয়ারম্যান ঘাট হয়ে হাতিয়ার নলচিড়াসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করছে। বিআইডব্লিউটিসি’র একটি সি-ট্রাক উভয় প্রান্ত হতে প্রতিদিন ২ (দুই) বার করে চলাচল করছে। বর্ষা মৌসুমেও সি-ট্রাক ও বিভিন্ন নৌ-যান চেয়ারম্যান ঘাট থেকে উত্তাল মেঘনা নদীর চ্যানেল দিয়ে বিভিন্ন গন্তব্যে চলাচল করে থাকে। নদী বেষ্টিত হাতিয়া হতে ঢাকায় লঞ্চে যেতে ১২-১৫ ঘন্টা সময় লাগে।

নলচিড়া ঘাট হতে চেয়ারম্যান ঘাট ফেরী সার্ভিস চালু হলে উভয় এলাকার জনগন ফেরীর মাধ্যমে সরাসরি গাড়ীযোগে স্বল্প সময়ের মধ্যে রাজধানীসহ সারা দেশে যাতায়াত করতে পারবে। নোয়াখালী জেলার চেয়ারম্যান ঘাট – হাতিয়া (নলচিড়া)’র মধ্যে ফেরী সার্ভিস চালু হলে বর্ষা মৌসুমে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত সহজ ও নিরাপদ এবং ব্যয় সাশ্রয়ী হবে। এ সকল বিবেচনায় নোয়াখালী জেলার চেয়ারম্যান ঘাট – হাতিয়া (নলচিড়া) ফেরি সার্ভিস চালুকরণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ২৭.১০.২০২৪ ইং তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার আলোচনার প্রেক্ষিতে চেয়ারম্যান ঘাট – হাতিয়া (নলচিড়া) ফেরী সার্ভিস চালুর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ঘাটের সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র উর্দ্ধতন কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত কমিটি সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে কমিটির সদস্যগণ নোয়াখালী জেলার চেয়ারম্যান ঘাট এবং অপর প্রান্তে হাতিয়া (নলচিড়া) ঘাটের ফেরীঘাট ব্যবহারের যোগ্য হিসেবে মতামত দেন। উক্ত স্থানের জোয়ার-ভাটার তারতম্য প্রায় ২.৫-৩.০০ মিঃ হওয়ার কারণে কমপক্ষে উভয় প্রান্তে দুটি করে অর্থাৎ লো-ওয়াটার ও মিড-ওয়াটারের ফেরি ঘাট নির্মাণের প্রয়োজনীতা রয়েছে।

এখানে উল্লেখ্য যে, হাতিয়া উপকূলীয় নদী বন্দর,নোয়াখালী গত ০২.০৬.২০২৫খ্রিঃ তারিখে গেজেট নোটিফিকেশন অনুযায়ী দেশের ৫৪তম এবং ২য় উপকূলীয় নদী বন্দর হিসেবে ঘোষিত হয়েছে। দিনের পরবর্তীতে উপদেষ্টা মহোদয় মনপুরা উপজেলার চর কলাতলী লঞ্চঘাট উদ্ধোধন করেন এবং মনপুরার ঢালচর ঘাট পরিদর্শন করেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular