ঢাকা  বৃহস্পতিবার, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিদিগন্তজোড়া রোপা আমনে কৃষকের সোনালি ফসলের স্বপ্ন

দিগন্তজোড়া রোপা আমনে কৃষকের সোনালি ফসলের স্বপ্ন

নিউজ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে দিগন্তজোড়া রোপা আমনের সবুজ ক্ষেত জমিতে শীষ ঝুলিয়ে কৃষকের মুখে সুখের হাসি ফোটাচ্ছে।

ঢেউ খেলতে থাকা পাতা ও কাঁচা শীষে ভর করে মাঠ বর্ণিল সবুজে — কৃষকের চোখে এখন ফলনের আশা ও শান্তি। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছরে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২২,৩৩০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ে শক্ত চারা ও সুস্থ শীষ বের হওয়ায় কৃষকদের মধ্যে বাম্পার ফলনের প্রত্যাশা বেড়েছে।

সকালের শুরুর সোনালি সূর্যোদয় থেকে সন্ধ্যার শেষ ধানের পরিচর্যায় কৃষকরা ব্যস্ত থাকেন; সার, কীটনাশক, আগাছা পরিষ্কার ও পার্চিং কার্যক্রম অব্যাহত আছে।

স্থানীয় কৃষকরা বলছেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শ কাজে লাগাতে পেরে ফসল ভালো হয়েছে এবং কয়দিনের মধ্যেই ধান পাকতে শুরু করবে।

উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা জানান, মাঠসংক্রান্ত সহযোগিতা দিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে, ফলন স্বাভাবিক হলে খাদ্য-সুরক্ষা ও কৃষকের আয় বৃদ্ধি পাবে।

কয়েকজন কৃষক মুজিবুর, মিলন ও বাবুলেরা বলেছেন, এবারের চারা ভালো হওয়ায় বাড়তি উৎপাদন আশা করছি; তাদের শূন্য গোলোতে ধান ভর্তি হলে জীবিকায় স্বস্তি আসবে।

কৃষি অফিসের নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ ও বাজারজাতকরণ পরিকল্পনা থাকায় মূল্যবান ফলন বিক্রি করে মেলে দেবে সুদৃঢ় আয়। সব মিলিয়ে আশা জাগাচ্ছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular