নিউজ ডেস্ক: মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, ফলে পরিবারের বাইরে যাদের সঙ্গে আবেগময় বন্ধন রয়েছে তারা নিঃস্বার্থভাবে অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান।

সেই বিধিনিষেধ থাকায় অনেকেই দেশের বাইরে গিয়ে পরিবারের বাইরের কারো কাছ থেকে অর্থের বিনিময়ে অঙ্গপ্রত্যঙ্গ কিনে প্রতিস্থাপন করার চেষ্টা করতেন।
নতুন অধ্যাদেশে পরিবারের বাইরে থাকা ব্যক্তির মাধ্যমে স্বেচ্ছায় দানকে আইনগত স্বীকৃতি দিয়ে এই ব্যয়বহুল পথে যাওয়ার প্রবণতা কমানোর আশা করা হচ্ছে।
উপদেষ্টারা বলেন, দেশের ভেতরেই প্রতিস্থাপন সম্ভব হলে ব্যয়বহুল বিদেশভ্রমণে অর্থ সাশ্রয় হবে এবং রোগীর চিকিৎসা সহজতর হবে।
আরো পড়ুন : দেশে প্রথমবার সফলভাবে ডিপ ব্রেইন স্টিমুলেশন ব্যাটারি প্রতিস্থাপন
অধ্যাদেশ প্রয়োগে প্রকৃত দাতার স্বেচ্ছা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, চাহিদা-অর্জন প্রক্রিয়া ও চিকিৎসা নীতিমালার যথাযথ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ হবে—যাতে অনৈতিক রোখা যায় এবং রোগীদের সুরক্ষা নিশ্চিত করা যায়।
ঢাকানিউজ২৪/মহফ




