নিউজ ডেস্ক: ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে নান্দাইল থানার সামনে বুধবার (৮ অক্টোবর) সকালে দেখা যায় এক হৃদয়স্পর্শী কিন্তু উদ্বেগজনক দৃশ্য—এক মানসিক ভারসাম্যহীন নারী গাছের নিচে বসে আছেন, কোলে একটি নবজাতক শিশু। তিনি হাসতে হাসতে শিশুটিকে আদর করছেন, কখনও চুমু খাচ্ছেন, আবার কেউ কাছে আসলে শিশুটিকে আঁকড়ে ধরছেন ও বিরক্তি প্রকাশ করছেন।
চারপাশে পড়ে আছে নোংরা জিনিসপত্র ও প্লাস্টিকের ব্যাগ; ভনভন করছে মশা-মাছি। স্থানীয়দের ধারণা, শিশুটির জন্ম তিন থেকে পাঁচ দিন আগে।
এলাকাবাসী জানান, গত তিন মাস ধরে ওই নারীকে গর্ভবতী অবস্থায় এলাকায় দেখা গেছে। কিছুদিন দেখা না গেলেও গত দুদিন ধরে তিনি আবার নান্দাইল সদরে অবস্থান করছেন। তবে তাঁর নাম বা শিশুটির পিতার পরিচয় কেউ নিশ্চিতভাবে জানাতে পারেননি। কেউ কেউ অনুমান করছেন, তাঁর নাম হতে পারে ‘ময়না’।
শিশুটির জন্মস্থান ও সময় জানতে চাইলে নারীটি স্পষ্ট করে কিছু বলেননি। বরং শিশুটির নাম জানতে চাইলে তিনি জানান, “শুক্কুইরা”। আর পিতার নাম জানতে চাইলে তিনি আশপাশের লোকদের দিকে ইঙ্গিত করে হাসতে থাকেন। এতে উপস্থিত অনেকে সরে যান।
এক নারী শিশুটিকে কোলে নেওয়ার চেষ্টা করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আক্রমণের চেষ্টা করেন। এরপর শিশুটিকে নিজের জামার ভেতরে লুকিয়ে ফেলেন।
বর্তমানে মা ও সন্তান খোলা আকাশের নিচে অবস্থান করায় নবজাতকের স্বাস্থ্যের গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।সূত্র: কালের কন্ঠ
ঢাকানিউজ২৪/মহফ




