
নিউজ ডেস্ক: ইউক্রেনের দক্ষিণ সীমান্তে কৌশলগত অবস্থানের কারণে মারিওপোল শহরটি রাশিয়ান বাহিনীর ক্রমাগত হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এই শহরটিকে চার্তুদিক থেকে রীতিমতো অবরুদ্ধ করে রেখেছে রুশ সামরিক বাহিনী।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মারিওপোলে এক লাখের মতো মানুষ অবরুদ্ধ হয়ে আছে। যা মারিওপোলের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ। সেখানে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের কর্মকর্তারা এবং মিত্ররা শহরে সহায়তা পেতে এবং আরও বেসামরিক লোকদের নিরাপদে সরিয়ে নিতে যথাসাধ্য চেষ্টা করছে, তিনি বলেছিলেন। মঙ্গলবার প্রায় ৭ হাজার বেসামরিক নাগরিক শহর থেকে নিরাপদে সরে যেতে সক্ষম হয়।
জেলেনস্কি জানান, গত কয়েক সপ্তাহ ধরেই মারিওপোলে নির্বিচারে গুলি চালানো হয়েছে। রাষ্ট্রীয় জরুরি কর্মী ও বাস চালকদের বন্দী করা হয়েছে। এমনকি মঙ্গলবার মারিওপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় সেখানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ঢাকানিউজ২৪.কম / Sanowar Samsy
আপনার মতামত লিখুন: