ঢাকা  সোমবার, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উপকূলে ছয় বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি চালায় মিয়ানমার নৌবাহিনী।হামলায় ওসমান নামে এক জেলে নিহত হয়।

ট্রলারের নাবিকদের মধ্যে ছিলেন টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ এলাকার কোনারপাড়া গ্রামের বাচা মিয়ার ছেলে ওসমান।

ট্রলারের মালিক সাইফুল জানান, তার জাহাজটি সাগরে মাছ ধরছিল এমন সময় মিয়ানমার নৌবাহিনী তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। জাহাজে থাকা চারজন গুলিবিদ্ধ হন, আহত ওসমান মারা যান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী নিশ্চিত করেছেন , মিয়ানমার নৌবাহিনী টেকনাফ, সেন্টমার্টিন ও মিয়ানমারের মধ্যকার জলসীমার কাছে ছয়টি বাংলাদেশি ট্রলারকে লক্ষ্যবস্তু করেছে।

ট্রলারটিতে ৫০-৬০ জন জেলে ছিল। একজন জেলে নিহত হয় এবং কোস্টগার্ডের ১১ সদস্যকে পরে মৃত জেলেকে বহনকারী একটি ট্রলারসহ ফেরত পাঠানো হয়। তবে অন্য পাঁচটি ট্রলার ও বাকি জেলেদের এখনো ফেরত পাঠানো হয়নি।

বিজিবি ২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, “আমরা খবর পেয়েছি যে সেন্টের কাছে বঙ্গোপসাগরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।” সূত্র: ঢাকা ট্রিবিউন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular