এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম।
সভাটি আয়োজন করে ডরপ (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুওর) এবং সহযোগিতা করে হেলভেটাস বাংলাদেশ।
সভায় মাঠ পর্যায় থেকে প্রাপ্ত খসড়া বাজেট উপস্থাপন করেন ইউপি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
প্রাক বাজেট সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।