ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমালদ্বীপে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন,বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অংশ গ্রহণ

মালদ্বীপে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন,বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অংশ গ্রহণ

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি:  মালদ্বীপের ক্রসরোডস রিসোর্টে ইভেন্ট হলরুমে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনুষ্ঠানিক আয়োজনে।

মঙ্গলবার (১৩ মে) উদযাপিত হলো বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস। এই অনুষ্ঠানটি ছিল বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় পরিচয়কে শ্রদ্ধা জানানোর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মুসা জামির। তিনি তাঁর ভাষণে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন। একইসঙ্গে তিনি দুই দেশের ভাগ করা ইতিহাস পারস্পরিক সহযোগিতা এবং মালদ্বীপের অর্থনীতি ও সমাজে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ তাঁর বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “এই দিবস আমাদের আত্মত্যাগ,স্বাধীনতা এবং জাতীয় গর্বের স্মারক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা বিকাশের মন্ত্রী ডা.আলী হায়দার আহমেদ,ক্রীড়া, ফিটনেস ও বিনোদন মন্ত্রী আবদুল্লাহ রাফিউ,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম লাতিফ, স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ নাজিম ইব্রাহিম এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ডা.মাহমুদ শাগি।

আলোচনা সভায় অংশ গ্রহণ করেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি, বাবুল হোসেন, আলতাফ হোসেন,শাহ আলম,এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম সহ কমিউনিটির নেতৃবৃন্দ ও মালদ্বীপ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা,কূটনৈতিক মিশনের প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি বাংলাদেশের সঙ্গে মালদ্বীপসহ অন্যান্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক।

এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় চেতনা ও গর্ব সৃষ্টি করে এবং বাংলাদেশ-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত প্রবাসীরা। কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো খাতে দু’দেশের সহযোগিতার বার্তাও অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়।

মালদ্বীপে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের এমন মর্যাদাপূর্ণ ও আন্তরিক উদযাপন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, আত্মমর্যাদা এবং দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। পাশাপাশি এটি বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা ও কূটনৈতিক বন্ধনেরও একটি উজ্জ্বল উদাহরণ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular