ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমৌলভীবাজার ও সিলেট সীমান্তে ৬০ জনকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজার ও সিলেট সীমান্তে ৬০ জনকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজার ও সিলেট সীমান্তে ৬০ জনকে পুশইন করল বিএসএফ

নিউজ ডেস্ক : ভারতীয় সীমান্তবর্তী মৌলভীবাজার ও সিলেট সীমান্ত দিয়ে বুধবার নতুন করে ৬০ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৪৪ জনকে ঠেলে পাঠানো হয়েছে। বুধবার ভোরে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়েছে। এর আগে ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে।

উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, বুধবার আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে। আটকরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা জানান, সীমান্তের ওপারে আরও মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা।

বিজিবি ৫২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ ছাড়া সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্তে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার সকালে তাদের আটক করেছে বিজিবি। নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে তারা চুয়াডাঙ্গা ও নীলফামারীর বাসিন্দা বলে জানা গেছে। আটকদের মধ্যে আট পুরুষ, ছয় নারী ও দুই শিশু রয়েছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন, তারা ৮-১০ বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

অন্যদিকে, অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরীতে বিজিবির বিওপি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এ সময় সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির বলেন, কাঁটাতারের বেড়া নেই কিংবা বাঁশের বেড়া আছে, সেখান থেকেও কোনো তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার দুপুরে ধর্মগড় বিওপির সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, শাহানাবাদ গ্রামের চার বাংলাদেশি সীমান্তে ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা তাদের আটকানোর চেষ্টা করে। তিনজন দ্রুত পালিয়ে আসে। একজনকে আটক করে বিএসএফ। আটক আজিজুর রহমান শাহানাবাদ গ্রামের মরতুজার ছেলে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ‘আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, পতাকা বৈঠকের মাধ্যমে সুষ্ঠু সমাধান হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular