
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনির হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, আমরা একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছি। মঙ্গলবার এক টেলিগ্রাম পোস্টে এ কথা বলেন তিনি। (খবর আল-জাজিরা)
হামাস কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছেন বলেন তিনি। এরই মধ্যে তারা কাতারের কর্মকর্তাদের কাছে তাদের জবাব দিয়ে দিয়েছেন। সম্ভাব্য এই চুক্তির শর্ত সম্পর্কে আর কোনো তথ্য দেননি তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার বিশ্বাস পক্ষ দু’টি একটি চুক্তির কাছাকাছি আছে।
হোয়াইট হাউজের মুখপাত্র জন কারবি জিম্মি নিয়ে সমঝোতার বিষয়ে বলেছেন, ‘আমরা আগে যেখানে ছিলাম তার চেয়ে কাছাকাছি আছি।’
ঢাকানিউজ২৪.কম / কে এন
আপনার মতামত লিখুন: