ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়যেখানে যাত্রী বেশি, সেখানে রেল থামবে: ফাওজুল কবির

যেখানে যাত্রী বেশি, সেখানে রেল থামবে: ফাওজুল কবির

নিউজ ডেস্ক : রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, রেলের বর্তমান অবস্থার কারণ অপব্যয়। রেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই যেখানে যাত্রী বেশি হবে, সেখানে রেল থামবে।

ঢাকা-খুলনা রুটে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ট্রেন চলাচল উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, রেলের আয় দিয়েই একে চলতে হবে। আমাদের ব্যয় আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। এ খরচ কমাতে হবে। আমাদের ব্যয় সাশ্রয়ী হতে হবে।

রেলের দেয়া সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬টায়। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টায়। খুলনায় পৌঁছানোর কথা ১১টা ৪০ মিনিটে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ট্রেনটির যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা ২টা ৩০ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে। আর ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এ ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ছয় দিন চলাচল করবে। দিনে দুবার চলাচল করবে ট্রেন দুটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular