ঢাকা  মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডরাকসুতে ভোটের শুরুতেই অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর

রাকসুতে ভোটের শুরুতেই অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটের শুরুতেই ছাত্রদল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির ভোটার তালিকা নিয়ে অভিযোগ তুলেছেন।

তিনি অভিযোগ করেন জুবেরি ভবন কেন্দ্রে তাদের পুলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখাচ্ছেন না। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছে বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান তিনি।

ভোট দিয়ে তাদের অনুভূতি প্রকাশ করছেন রাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী রাফিউল ইসলাম জীবন। তিনি নির্বাচনের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ১৭টি কেন্দ্রে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

পুরো ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সকাল থেকেই হলের শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট ভোটকেন্দ্রে এসে জড়ো হচ্ছেন। ভোটগ্রহণের সময় হওয়ার আগেই তারা লাইনে দাঁড়িয়ে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করছে।

এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ৯টি ভবনে ১৭ কেন্দ্রের ৯৯০টি বুথে প্রত্যেক ভোটারের রাকসু ও হল সংসদের মোট ৪৩টি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular