ঢাকা  মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান'সাইন্স ফেয়ার ২০২৫’ মেধাকুঞ্জ

‘সাইন্স ফেয়ার ২০২৫’ মেধাকুঞ্জ

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে বিজ্ঞানচর্চার উজ্জ্বল পরিসর স্থাপন করে মেধাকুঞ্জ মডেল স্কুলের আয়োজনে সম্পন্ন হলো ‘সাইন্স ফেয়ার ২০২৫’।

মোহাম্মদপুর, তাজমহল রোডের স্কুলপ্রাঙ্গণে সকাল থেকে বিকেল পর্যন্ত ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তি, দক্ষতা ও তাত্ত্বিক জ্ঞান প্রদর্শনের মহাযজ্ঞ ছিল এ মেলা।

সৌরজগৎ, জলশক্তি ব্যবহারের মডেল, পরিবেশ দূষণ রোধ, ডে-নাইট প্রদর্শনী, হিউম্যান সেন্স অর্গান প্রদর্শনী, স্মার্ট সিটি মকআপ, ফাস্ট ফার্স্ট এইড ও সেফটি রোলস এবং ফিল্টার প্ল্যান্টসহ নানান স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের ভাবনা তুলে ধরেছে।

শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত উদ্বুদ্ধ প্রতিযোগিতায় বিচারক দল প্রতিটি প্রজেক্ট মূল্যায়ন করে শ্রেষ্ঠদের নির্বাচিত করেছে। প্রদর্শনীতে অংশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধানের মনোভাব এবং প্রযুক্তি ব্যবহারের চেতনা জাগে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতি উৎসাহ বৃদ্ধিতে ভূমিকা রাখে; মেধা বিকাশ ও গবেষণার মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন অপরিহার্য।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা অনুপ্রেরণাদায়ক ভাষায় বলেন, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের নতুন ধারণা বাস্তবায়নে সাহায্য করবে। সাইন্স ফেয়ার ভবিষ্যৎ বিজ্ঞানী, উদ্ভাবক ও গবেষক তৈরিতে এক অনুকরণীয় প্ল্যাটফর্ম হয়ে থাকবে—এটাই মেধাকুঞ্জের প্রত্যাশা

পরিবেশবান্ধব প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং বিজয়ীদের পরবর্তী শিক্ষামেলায় প্রদর্শনের জন্য উৎসাহিত করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষণীয় কর্মশালা ও হ্যান্ডস-অন সেশনও হয়েছে, যা ছোটদের হাতে-কলমে শেখার সুযোগ দিয়েছে।

মেধাকুঞ্জের আয়োজকরা বলেন, নিয়মিত এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনা গঠনে অনুসরণীয় ভূমিকা রাখবে। আমরা এই উদ্যোগকে ভবিষ্যৎগতিশীল করে রাখব নিশ্চিতভাবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular