নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে বিজ্ঞানচর্চার উজ্জ্বল পরিসর স্থাপন করে মেধাকুঞ্জ মডেল স্কুলের আয়োজনে সম্পন্ন হলো ‘সাইন্স ফেয়ার ২০২৫’।
মোহাম্মদপুর, তাজমহল রোডের স্কুলপ্রাঙ্গণে সকাল থেকে বিকেল পর্যন্ত ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তি, দক্ষতা ও তাত্ত্বিক জ্ঞান প্রদর্শনের মহাযজ্ঞ ছিল এ মেলা।

শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত উদ্বুদ্ধ প্রতিযোগিতায় বিচারক দল প্রতিটি প্রজেক্ট মূল্যায়ন করে শ্রেষ্ঠদের নির্বাচিত করেছে। 

স্কুলের প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা অনুপ্রেরণাদায়ক ভাষায় বলেন, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের নতুন ধারণা বাস্তবায়নে সাহায্য করবে। সাইন্স ফেয়ার ভবিষ্যৎ বিজ্ঞানী, উদ্ভাবক ও গবেষক তৈরিতে এক অনুকরণীয় প্ল্যাটফর্ম হয়ে থাকবে—এটাই মেধাকুঞ্জের প্রত্যাশা।
পরিবেশবান্ধব প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং বিজয়ীদের পরবর্তী শিক্ষামেলায় প্রদর্শনের জন্য উৎসাহিত করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষণীয় কর্মশালা ও হ্যান্ডস-অন সেশনও হয়েছে, যা ছোটদের হাতে-কলমে শেখার সুযোগ দিয়েছে।
মেধাকুঞ্জের আয়োজকরা বলেন, নিয়মিত এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনা গঠনে অনুসরণীয় ভূমিকা রাখবে। আমরা এই উদ্যোগকে ভবিষ্যৎগতিশীল করে রাখব নিশ্চিতভাবে।
ঢাকানিউজ২৪/মহফ




