নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলা নামে পরিচিত নুরুল হক মোল্লার মরদেহ কবর থেকে তুলে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, এ ধরনের অমানবিক ও ঘৃণ্য কর্মকাণ্ড সভ্য সমাজের মূল্যবোধের পরিপন্থী এবং রাষ্ট্রের নীতি ও মানবিক আদর্শের ওপর সরাসরি আঘাত। সরকার আশ্বস্ত করেছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকার আরও জানায়, জীবদ্দশায় কিংবা মৃত্যুর পর—প্রত্যেক নাগরিকের মর্যাদা রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয় বলে স্পষ্টভাবে জানানো হয়। জনগণকে ঘৃণা ও সহিংসতা বর্জন করে ন্যায়বিচার ও মানবতার আদর্শ সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। শুক্রবার জুমার নামাজের পর ‘শরিয়ত পরিপন্থি’ দাফনের অভিযোগে বিক্ষুব্ধ জনতা কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় এবং পুলিশের দুটি পিকআপ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করে। পরে রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকানিউজ২৪/মহফ




