ঢাকা  বুধবার, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলারাতে দেশে ফিরে সকালেই ভুটান গেলেন ঋতুপর্ণা-মনিকা

রাতে দেশে ফিরে সকালেই ভুটান গেলেন ঋতুপর্ণা-মনিকা

এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার দিবাগত রাত দেড়টার দিকে দেশে ফিরেছেন এই বিজয়ী ফুটবলাররা। আর ফিরেই সোমবার সকালে ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা।

গত রাতে দেশে ফেরার পর রাত সোয়া তিনটায় হাতিরঝিলে পূর্ব নির্ধারিত নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। পৌনে এক ঘণ্টার অনুষ্ঠান শেষে অন্য ফুটবলারদের সঙ্গে ঋতুপর্ণা ও মনিকাও বাফুফে ভবনে যান। সেখানে বিশ্রামের খুব বেশি সময় না পেয়েই আবার ছুটতে হয় বিমানবন্দরে। সকালে ফ্লাইট ধরেই পারো এফসির ক্যাম্পে যোগ দিতে উড়াল দেন তারা।

বর্তমানে ভুটানের তিনটি ক্লাবে খেলছেন বাংলাদেশের মোট ১০ নারী ফুটবলার। ট্রান্সপোর্ট ইউনাইটেডে আছেন মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার ও রূপনা চাকমা। থিম্পু সিটি এফসির হয়ে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

ঋতুপর্ণা ও মনিকা খেলছেন পারো এফসির হয়ে। ক্লাবের অনুশীলন শুরু হওয়ায় সংবর্ধনা শেষে সময় নষ্ট না করেই যোগ দিয়েছেন নিজেদের দায়িত্বে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular