নিউজ ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে দুজনের মাঠ মাতানোর কথা রয়েছে। তাসকিন খেলবেন ডাম্বুলা অরার হয়ে ও হৃদয় চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে।
সোমবার (২৪ জুলাই) এলপিএলে খেলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাসকিন ও হৃদয়।
এবারের এলপিএল শুরু হবে আগামী ৩০ জুলাই, শেষ হবে ২০ আগস্ট। এ সময় খেলা না থাকলেও আছে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের বিশেষ ক্যাম্প। এ ছাড়া জাতীয় দলের বাইরে থেকে মোহাম্মদ মিঠুন খেলবেন গল গ্লাডিয়েটর্সের হয়ে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: