ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিশহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এনসিপি নের্তৃবৃন্দ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এনসিপি নের্তৃবৃন্দ

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি কর্মসূচির আনুষ্ঠানিক পদযাত্রার শুরু করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপি’র নেতারা। কবর জিয়ারতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্ময়ক নাসির উদ্দিন পাটোয়ারীী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে এনসিপি নের্তৃবৃন্দ শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজ খবর নেন। পরে নের্তৃবৃন্দ পীরগঞ্জ থেকে গাইবান্দার সাদুল্লাপুরের উদ্দেশ্যে রওনা দেন ।
সুত্রে জানা গেছে, এনসিপি’র কর্মসূচির অংশ হিসেবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ শুরু হবে গাইবান্ধায় সাদুল্লাপুর শহিদ মিনার থেকে। পরে তারা রংপুরে পার্কের মোড়ে পদযাত্রা শুরু করে লালবাগ-শাপলা-জাহাজ কোম্পানির মোড় হয়ে টাউন হল মাঠে পথসভা করবেন। পরে ডিসির মোড় থেকে ধাপ হয়ে চেকপোস্টে কর্মসুচীর সমাপ্ত করবেন ।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন । তিনি আরো বলেন এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্যই এ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে মানুষের সাথে কথা বলা হবে। আবু সাঈদের স্বপ্ন. জুলাই এর স্বপ্ন মানুষের কাছে তুলে ধরা হবে ,আবু সাঈদ লড়াই এর অনুপ্রেরণা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular