ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাশিক্ষাকে পণ্য না বানিয়ে সংস্কারের পরামর্শ : সংশ্লিষ্টরা

শিক্ষাকে পণ্য না বানিয়ে সংস্কারের পরামর্শ : সংশ্লিষ্টরা

নিউজ ডেস্ক : অভিভাববক, গবেষক ও শিক্ষা সংশ্লিষ্টরা দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারে এখনও কমিশন গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন । জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তারা বলেন, সর্বজনীন দর্শনের ওপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো উচিত। অংশীজনদের সঙ্গে পরামর্শ করে কারিকুলাম প্রণয়নের দাবি তাদের ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাক্রম সংস্কার নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আলোচনা হয়। এ খাতে শহর এবং গ্রামের সমতা ফেরানোর পাশাপাশি শিক্ষাকে পণ্য না বানিয়ে প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দেন শিক্ষা সংশ্লিষ্টরা।

চাকরি না পেয়ে উচ্চশিক্ষিত হয়েও হতাশ দেশের তরুণ সমাজ। লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্যমতে, বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। স্নাতক ডিগ্রিধারী তরুণ-তরুণীর প্রতি ১০০ জনের মধ্যে যার সংখ্যা ৪৭।

দক্ষতাসম্পন্ন প্রার্থীর পদ খালি থাকলেও নেই। শিক্ষাব্যবস্থা কি সার্টিফিকেট নির্ভর? বারবারই এমন প্রশ্ন উঠছে।

রাষ্ট্র সংস্কারে এরইমধ্যে আলাদা আলাদা ১০টি কমিশন গঠিত হলেও শিক্ষার মত গুরুত্বপুর্ণ খাত সংস্কার এখনো আলোচনার বাইরে।

ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগ সরকার প্রণীত সর্বশেষ শিক্ষাক্রম থেকে সরে আসলেও শিক্ষা সংস্কারের সুনির্দিষ্ট রূপরেখা এখনো সামনে আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। পরিপত্র জারি করে ২০২৫ সালের জন্যে নির্ধারণ করা হয়, ২০১২ সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি। এই পদ্ধতিও খুব একটা বিতর্কের উর্ধ্বে ছিল না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular