নিউজ ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করেছে রাষ্ট্রপতির পরিবর্তে সরকারই ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ ২০২৫’ জারি করে গণভোট আয়োজন করুক।
কমিশন বলেছে, জুলাই সনদে অন্তর্ভুক্ত ৮৪টি সংস্কার বিষয়ে দেশের প্রায় সাড়ে বারো কোটি ভোটার হ্যাঁ বা না ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
সুপারিশে বলা হয়েছে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা তার আগেই করা যেতে পারে এবং এ জন্য সরকার যেন দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে তফসিল নিয়ে আলোচনা শুরু করে।
সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ প্রধান উপদেষ্টার হাতে আনুষ্ঠানিক প্রস্তাব তুলে দিয়ে সাংবাদিকদের জানান, কমিশন আশা করে অন্তর্বর্তী সরকার দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, যদি জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে অতীতের বিভাজন ও অস্থিরতা থেকে মুক্ত হয়ে দেশের উন্নয়নে নতুন দিগন্ত খুলবে।
কমিশন সুপারিশে বলা হয়েছে, আদেশ বাস্তবায়নে প্রথম নয় মাস সংবিধান সংস্কার পরিষদ ও আইনসভা হিসেবে কাজ করবে এবং গণভোটের মাধ্যমে সার্বভৌম ক্ষমতা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর প্রথম ধাপে বিএনপি, জামায়াতসহ মোট ২৪টি দল এই উদ্যোগে স্বাক্ষর করেছে; রাজনৈতিক দলগুলো সময়সূচি ও নিরাপত্তা নিয়ে সরকারের সাথে সমন্বয় চান।
জনগণের মতামত জানাতে অবিলম্বে জনসচেতনতা কর্মসূচি গ্রহণেরও সুপারিশ করা হয়েছে। সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ নির্বাচন।
ঢাকানিউজ২৪/মহফ




