ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসরাইলে সড়কের পাশে বসেছে অবৈধ গরুর হাট

সরাইলে সড়কের পাশে বসেছে অবৈধ গরুর হাট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারের সড়ক ও ফুটপাত দখল করে গরু, ছাগল ও মহিষের অবৈধ হাট বসিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (২৬ মে) সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে অস্থায়ীভাবে বাঁশ ও খুঁটি পুঁতে গরু, ছাগল ও মহিষ বেঁধে রাখা হয়েছে। ইতোমধ্যে ওই অবৈধ হাটে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল ও মহিষ তোলা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সরাইল গরুর বাজারে পর্যাপ্ত জায়গার অভাবে অনেক সময় গরু নিয়ে সড়কের পাশে দাঁড়াতে হয়। আর কালিকচ্ছ বাজারটি নিকটবর্তী হওয়ায় এলাকার মানুষজনের সুবিধার্থে ব্যবসায়ীরা এখানে হাট বসিয়ে থাকেন।

তবে এ বছর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তবুও অনেকে অনুমতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগের বছর কোরবানির ঈদে প্রশাসনের অনুমতি পেয়েছিল।

কালিকচ্ছ ইউনিয়নের গলাইন্না এলাকা থেকে আগত গরু বিক্রেতা বাবুল জানান, সরাইল গরুর বাজারে তোলার আগে আপাতত এখানে গরু নিয়ে দাঁড়িয়েছি। বাজারটি কাছাকাছি হওয়ায় অনেকেই এখানে গরু নিয়ে আসে। 

বাঁশ-খুঁটি পুঁতে গরু রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোরবানির ঈদ এলেই আমরা সবাই এ হাটে গরু বিক্রি করি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, এ বাজারের কোনো অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে স্থাপিত বাজার বন্ধ করে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular