ঢাকা  বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসাথিয়া থানার পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসায় বিরাট ইসলামী জালছা

সাথিয়া থানার পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসায় বিরাট ইসলামী জালছা

নিজস্ব প্রতিবেদক : সাথিয়া থানার পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসায় এক বিরাট ইসলামী জালছার আয়োজন করা হয়েছে। উক্ত জালছা ২৯ নভেম্বর ২০২৪ইং, (১৪ই অগ্রহায়ণ ১৪৩১বাং), শুক্রবার বিকাল ৩ ঘটিকা হইতে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উক্ত জালছায় সভাপতিত্ব করবেন, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী, চেয়ারম্যান, করমজা ইউ.পি, সাঁথিয়া, পাবনা ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হামিদ মোল্লা, আটিয়াপাড়া, সাঁথিয়া, পাবনা ।

বিশেষ অতিথি বৃন্দগণ : জনাব এম.এম আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট ও সম্পাদক-প্রকাশক, বাংলাখবর প্রতিদিন ও বাংলার ডায়রী, জনাব মোঃ সাইফুল ইসলাম (সিদ্দিক) মোল্লা, জনাব মোঃ কামরুল হাসান (ব্যাংকার), জনাব মোজাফ্ফর হোসেন, জনাব মোঃ সাইফুল ইসলাম (শাহীন), জনাব আলহাজ্ব আঃ রশিদ বেপারী, জনাব মোঃ মজনু মেম্বার
জনাব মোঃ আরশেদ আলী (মোকাই) ও জনাব মোঃ মাসুদ রানা (এম.এ)

প্রধান বক্তা : মেদনীপুর নিবাসী সৈয়দ আবু মুছা সাহেবের বড় সাহেব জাদা
সৈয়দ হযরত মাওঃ মোঃ জাবিউর রহমান পীর কেবলা সাহেব।

দ্বিতীয় বক্তাঃ হযরত মাওঃ মোঃ সাইফ উদ্দিন বেলালী সাহেব, নুকালী, বাঘাবাড়ী, সিরাজগঞ্জ ।

তৃতীয় বক্তাঃ হযরত মাওঃ মোঃ শাখাওয়াত হোসেন বেলালী, সুপার, পাঁচুরিয়া দাখিল মাদ্রাসা ।

চতুর্থ বক্তাঃ হযরত মাওঃ মোঃ মোস্তফা কামাল আল-ফারুকী, অধ্যক্ষ, আল-ফালাহ স্কুল এন্ড কলেজ, বেড়া, পাবনা।

আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নছিহত ফরমাইবেন।

উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া মৃত পিতা-মাতা ও আত্মীয় স্বজনের রূহের মাগফিরাত কামনা করিয়া দো’জাহানের কামিয়াবী হাসিল করুন।

কার্যকরী কমিটির পক্ষে উপস্থিত থাকবেন সভাপতি, মোঃ জাহিদুর রহমান উপজেলা নির্বাহী অফিসার, সাঁথিয়া, পাবনা।

আরজ গুজারঃ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুল ওয়াদুদ, সুপারিনটেনডেন্ট, পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসা, সাঁথিয়া, পাবনা (মোবাঃ ০১৭৮২-০২৫৭০৩)।

বি. দ্র: ভর্তি চলছে, অত্র মাদ্রাসায় ছাত্র/ছাত্রী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular