নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইঢাল বানিয়াপাড়ায় ইটভাটার পানিভর্তি খালে পড়ে মিজান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, ওই শিশুটি মায়ের সাথে এএনবি-২ ইটভাটা এলাকায় আসেন এবং মায়ের অজান্তে ইটভাটার পানিভর্তি খালে পড়ে প্রাণ হারায়। এলাকায় প্রায় ২২টি ইটভাটা ইট তৈরির জন্য গর্ত করে মাটি তোলেন এবং এ ধরণের বিপজ্জনক গর্ত করেছেন। যেগুলোতে সামান্য বৃুষ্ট হলে পানি জমে যায়।
উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।