ঢাকা  শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা

সৈয়দপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি : ঐতিহ্যবাহী ও প্রাচীনতম নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজ থেকে ২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষে বিভিন্ন মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জুন) সকাল ১০টায় সৈয়দপুর সরকারি কলেজের আয়োজনে প্রতিষ্ঠান মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবু তাহের খান। প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক লায়ন কহিনুর বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মতিয়ুর রহমান, প্রতিষ্ঠানের শিক্ষক পরিষদের সেক্রেটারী ও গণিত বিভাগের শিক্ষক মো. জুলফিকার আলী, দর্শন বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. গোলজার হোসেন, গোলাম ফারুক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলাম পটোয়ারী প্রমুখ।

এছাড়াও চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মো. জুয়েল, সাকিব আলী, মুসনাত ওয়াদি, মো. তামিম, অন্তর চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিশ^বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫১ জন চান্সপ্রাপ্তকে সংবর্ধনা প্রদান করা হয়।
শেষে সংবর্ধনাপ্রাপ্তদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি করে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবু তাহের খান।

সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দপুর সরকারি কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সৈয়দপুর সরকারি কলেজ থেকে ২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষে বিভিন্ন মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে মোট ৫১ জন শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহনের ভর্তি সুযোগ পেয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular