
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে লক্ষ্মীপুর জেলায় ঝটিকা মিছিল করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এসময় শতাব্দী ও শ্যামলী পরিবহন নামে দুইটি বাস ভাঙচুর করা হয়।
রোববার (১৯ নভেম্বর) সকালে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে এই ঝটিকা মিছিল বের করে বিএনপি-জামাতের। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা।
এদিকে হরতালে নাশকতা এড়াতে লক্ষ্মীপুর জেলায় সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ ও র্যাবসহ বিজিবি সদস্যরা। সকাল থেকেই সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কে এন
আপনার মতামত লিখুন: