
নিউজ ডেস্ক : নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল।
হাতিরঝিল থেকে রামপুরা টিভি সেন্টার পর্যন্ত মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা। এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ এবং নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, সাবেক সহসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল, রিমন, বাড্ডা থানার নাসির, ইমন, হাতিরঝিল থানার তন্ময়, সাইফুল, শিল্পাঞ্চল থানার আরিফ বিল্লাহ, দুলাল, বনানী থানার সোহাগ, ফারহান, শেরেবাংলা নগর থানার সাইদুল হীরা, সবুজ, হাসিব, তেজগাঁও থানার ফরহাদ ও হাফিজ এবং গুলশান থানার আরিফ হোসেন ও জুয়েল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: