ঢাকা  বুধবার, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশ৯ বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার বিচার

৯ বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার বিচার

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: ৯ বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার বিচার কাজ।
কিশোরগঞ্জ দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার ১০১ জন সাক্ষীর মধ্যে ৭২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

আগামী ১৭ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত আছে। উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে জঙ্গি হামলায় পুলিশ কনস্টেবল আনসারুল হক ও জহিরুল ইসলাম এবং স্থানীয় গৃহবধূ ঝরনা রাণী ভৌমিক নিহত হন। এ ঘটনায় ওই বছরের ১৪ জুলাই সন্ত্রাস দমন আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়। মামলায় ২৪ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

২০১৮ সালের ২৬ জুলাই পুলিশ তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত ৫ জঙ্গির বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। বর্তমানে বিচারিক আদালতে মামলাটি চলমান রয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular