ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়অটোরিকশা দ্রুত নিয়ন্ত্রণ করা জরুরি: ডিএমপি কমিশনার

অটোরিকশা দ্রুত নিয়ন্ত্রণ করা জরুরি: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, দ্রুত অটোরিকশা নিয়ন্ত্রণ না করলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে।

রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হকার ইস্যুতে ডিএমপি কমিশনার বলেন, এত সংখ্যক হকার হঠাৎ করে উৎখাত করে দিলে বিষয়টা অমানবিক হয়ে যায়। তবে এ বিষয়েও ব্যবস্থা নিতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে। এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, যত্রতত্র রাজনৈতিক মিছিল, মিটিং বা ধর্মীয় সমাবেশ হলে প্রচণ্ড যানজট তৈরি হয়। আমরা অনুরোধ করবো, যাতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো একটি বদ্ধ জায়গায় করা হয়।

তিনি বলেন, তাবলিগ জামাত নিয়েও আমাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তিনজন মানুষের প্রাণ গেল। এর দায় কে নেবে? ইসলামে এর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না।

‘পুলিশ সদস্যদের মোরাল ৮০ শতাংশ ফিরে এসেছে। বাকিটা সামনের কিছু সময়ের মধ্যে চলে আসবে এবং পুলিশ তার সম্পূর্ণ শক্তি দিয়ে জনগণের সেবায় নিয়োজিত হবে’, যোগ করেন শেখ মো. সাজ্জাত আলী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular