ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedঅটো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণায় চরম দুর্ভোগে মানুষ

অটো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণায় চরম দুর্ভোগে মানুষ

ময়মনসিংহ ব্যুরো :   নগরীতে ‘ নগর গণপরিবহন ব্যাটারিচালিত অটো বাইক ও মিশুক চলাচল অনির্দিষ্টকালের জন্যবন্ধ ঘোষণা করেছেন অটোচালকরা। এতে সর্বস্তরের নাগরিকদের অবর্ণনীয় কষ্ট ও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রোববার সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ রেলওয়ে চত্বরে এক সমাবেশে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত সব ধরনের অটো বাইক ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেন চালকরা।

এর আগে ১৮ জানুয়ারি নগরীর যানজট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে (জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড়, সি.কে ঘোষ রোড, দূগার্বাড়ী রোড এবং স্বদেশী বাজার) ব্যাটারিচালিত সব ধরনের অটো বাইক ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে অটোচালক ও মালিকরা ক্ষুব্ধ হয়ে গত ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করে জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে।

এ সময় কর্মবিরতি শেষে অটোচালকরা অবিলম্বে নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় রোববার ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন অটোচালকরা।

জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সুজন জানান, নগরীর সব সড়কে পূর্বের ন্যায় অটো চলাচলের সুযোগ চায় চালকরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধ ঘোষণা করায় প্রতিবাদে অটোচালকরা অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত সব ধরনের অটো বাইক ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছে।

এর আগে রবিবার সকাল থেকে নগরীতে অটো চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন অটোচালকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular