ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানঅনার এক্স ৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের এক্সক্লুসিভ অফার

অনার এক্স ৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের এক্সক্লুসিভ অফার

নিউজ ডেস্ক:  সম্প্রতি উন্মোচিত হওয়া অনার এক্স৫বি সিরিজের স্মার্টফোন কেনার ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করবেন গ্রামীণফোনের গ্রাহকরা।

আগামী বুধবার অনার এক্স৫বি প্লাসের নতুন সংস্করণ দেশের বাজারে উন্মোচন করা হবে বলে জানিয়েছে অনার বাংলাদেশ। তিনটি আকর্ষণীয় রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে; যথা: মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্ট্যারি পার্পল। অনার এক্স৫বি প্লাসের আগের সংস্করণটি ইতোমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে। ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যেই শক্তিশালী ও দীর্ঘস্থায়ী পারফরমেন্সের ফোন দুটি কিনতে পারবেন স্মার্টফোনপ্রেমীরা।

দুর্দান্ত এ স্মার্টফোনগুলো কেনার ক্ষেত্রে গ্রামীণফোন গ্রাহকেরা ছয় মাসের জন্য বিশেষ অফার উপভোগ কররেন। প্রথম সাত দিনের জন্য তারা বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট পাবেন। এছাড়াও, তাদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ উপভোগের সুযোগ। গ্রামীণফোনের গ্রাহকেরা ৯৯ টাকায় ৭ দিনের মেয়াদে ১০ জিবি ইন্টারনেট এবং ২৯৮ টাকায় ৭ দিনের মেয়াদে ৪০ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

আগের সংস্করণের মতোই অনার এক্স৫বি- তে ব্যবহার করা হয়েছে ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের শক্তিশালী ব্যাটারি। এর মাধ্যমে, শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসরের স্মার্টফোনটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। এর সুপার-পাওয়ার সেভিং মোডের ফলে মাত্র ১০ শতাংশ ব্যাটারি লাইফে ফোনটির স্ট্যান্ডবাই টাইম হবে ১৯ ঘণ্টারও বেশি। ডিভাইসটিতে থাকছে ১২৮ জিবির বেশি ইন্টারনাল স্টোরেজ, যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

এছাড়াও, ফোনটিতে রয়েছে এআই প্রযুক্তি সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা; ফলে, ফোনটির ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ। পাশাপাশি, ফোনটির ৯০ হার্টজের ৬.৫-ইঞ্চির স্পষ্ট ডিসপ্লে নিশ্চিত করবে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular