ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিঅন্তর্ভুক্তিমূলক ও মানবিক দেশ গড়ার স্বপ্ন দেখেন তরুণরা

অন্তর্ভুক্তিমূলক ও মানবিক দেশ গড়ার স্বপ্ন দেখেন তরুণরা

নিউজ ডেস্ক: খুলনায় অনুষ্ঠিত ‘তারুণ্যের ভাবনা: শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার’ শীর্ষক সেমিনারে অংশ নিয়েছেন বরিশাল ও খুলনা বিভাগের নানা প্রান্ত থেকে আসা শতাধিক তরুণ। তারা অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শুক্রবার (১৬ মে) বেলা ৩ টার দিকে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের আয়োজনে খুলনা প্রেস ক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়৷

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মেহেদী আমিন।

সেমিনারে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ, রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মল্লিক, বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক ড. তৌফিক জোয়াদ্দার, রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা।

বাগেরহাট থেকে আসা শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কিন্তু পাশ করার পর চাকরি কোথায়, সেই অনিশ্চয়তায় প্রতিদিনই হতাশায় ভুগি। আমরা চাই রাষ্ট্র আমাদের ভবিষ্যৎ নিয়ে যত্নবান হোক। এই সেমিনার থেকে আমরা এই বার্তা দিতে চাই।”

খুলনার স্থানীয় তরুণ উদ্যোক্তা নাজমুল কবির বলেন, “স্বাস্থ্যসেবার মান খুবই নাজুক। গ্রামের মানুষ ন্যূনতম চিকিৎসা পায় না। অথচ সবার জন্য সমান স্বাস্থ্যসেবা পাওয়া একটি মৌলিক অধিকার। আগামীতে বিএনপি সরকার গঠন করলে আমাদের এই মৌলিক বিষয়গুলো তারা আমাদের দেবেন।”

নড়াইল থেকে আসা কলেজছাত্রী সাদিয়া আফরোজ বলেন, “নারী শিক্ষার সুযোগ বাড়লেও এখনো অনেক এলাকায় মেয়েরা নিরাপদে চলাচল করতে পারে না। মৌলিক অধিকার মানে শুধু কাগজে লেখা না, বাস্তবে তার প্রতিফলন দরকার।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এমন প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের অভিজ্ঞতা ও ভাবনা রাজনীতিতে জায়গা পেলে ভবিষ্যতের বাংলাদেশ আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক হতে পারে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “এই সেমিনারের মাধ্যমে আমরা তরুণদের ভাবনা, আশা-আকাঙ্ক্ষা ও প্রাধান্য পাওয়া সমস্যাগুলোকে রাজনৈতিক আলোচনায় যুক্ত করতে চাই। আমাদের বিশ্বাস, আগামী বাংলাদেশের রূপরেখা গঠনে এই চিন্তাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular