ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতঅপারেশন ডেভিল হান্ট: ২৬ দিনে গাজীপুরে গ্রেপ্তার ৬১১

অপারেশন ডেভিল হান্ট: ২৬ দিনে গাজীপুরে গ্রেপ্তার ৬১১

স্টাফ রিপোর্টার
গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৬ দিনে ৬১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগর পুলিশ ৪৭৪ জন ও জেলা পুলিশ ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে। ৮ ফেব্রুয়ারি ওই অভিযান শুরুর পর গত মঙ্গলবার রাত পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন বলেন, নতুন করে গতকাল রাতে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ২৬ দিনে গ্রেপ্তার হয়েছেন ৪৭৪ জন।
অন্যদিকে জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানান, মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ এখন পর্যন্ত ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে ২০ শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে আবুল কাশেম নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনার পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা শুরু করে যৌথ বাহিনী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular