নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে অভিযান চালিয়ে টিটু চৌধুরী কর্তৃক ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশ।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন- একটি পুলিশের চৌকস টিম ও সেনাবাহিনী।
জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে জনৈক টিটু চৌধুরী কর্তৃক ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় প্রায় ২ টন ওজনের ২ টি ড্রেজার মেশিন এবং প্রায় ৪’শ ফুট পাইপ ঘটনাস্থলে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।