ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জঅর্ন্তবর্তীকালীন সরকার ছাত্র-জনতার কাছে দায়বদ্ধ : উপদেষ্টা ফওজুল কবীর

অর্ন্তবর্তীকালীন সরকার ছাত্র-জনতার কাছে দায়বদ্ধ : উপদেষ্টা ফওজুল কবীর

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আমরা কোন রাজনৈতিক সরকার নই। আমরা দায়িত্ব পালন করছি। রাজনৈতিক সরকার যেটা করে গেছে সেটা আমরা করবো না। আমরা যে উন্নয়ন করবো সেটা জনগণের কাছে লাগতে হবে। ২৪শের গণঅভ্যুত্থানে অংশ গ্রহণ কারী ছাত্র-জনতা ছাড়া অন্য কারো প্রতি আমাদের দায়বদ্ধতা নেই।

শনিবার কিশোরগঞ্জ হাওড় উপজেলা ইটনা মিঠামইন ও অষ্টগ্রামের অলওয়েদার রাস্তা পরিদর্শন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানী খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবীর খান মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন।

তিনি বলেন হাওড়ের এ অলওয়েদার সড়কটি ঠিক রেখে হাওড়ের জনসাধারণের জেলা সদর ও পার্শ্ববর্তী সিলেটের হবিগঞ্জের আজমিরীগঞ্জের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যার পানি দ্রুত নিস্কাশনে নদী ড্রেজিং করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মুহাম্মদ হাছান চৌধুরী, ইটনা ইউএনও ভারপ্রাপ্ত আবু বকর সিদ্দিক, অষ্টগ্রাম ইউএনও দিলশাদ জাহান, বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, জামায়াতের আমির আবুল হোসাইন, গন্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular