ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আউটসোর্সিং কর্মীদের অবরোধে জলকামান, সাউন্ড গ্রেনেড

আউটসোর্সিং কর্মীদের অবরোধে জলকামান, সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক: চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধকারী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

আন্দোলনকারীদের একজন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী প্রোগ্রামার মো. শাহাবুদ্দিন বলেন, “রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি ছিটিয়ে আমাদের ছত্রভঙ্গ করেছে। রাবার বুলেটে আমাদের প্রায় ১৩/১৪জন আহত হয়েছে।”

তিনি বলেন, “১০/১২ টি সাউন্ড গ্রেনেড ছুড়েছে। আমাদের নিরপরাধ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পুলিশ আমাদের সরিয়ে দিয়েছে।”

এরআগে শনিবার বিকালে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা বলেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর। এর পর পরই আন্দোলনকারীদের উপর অ্যাকশনে যায় পুলিশ।

এর আগে বিকাল ৩টার দিকে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সদস্যরা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা এলাকায় যানবাহন চলাচল থেমে যায়। যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ডটকমকে বলেন, “রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করেছিল আউট সোর্সিংয়ের সদস্যরা। পুলিশ জলকামান ও কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।”

জলকামান নিক্ষেপের সময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও দাবি করেন তিনি।

গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এর আগে প্রেস ক্লাব, শাহবাগসহ বিভিন্ন জায়গায় তারা অবরোধ করে দাবিদাওয়া তুলে ধরেন।

শনিবার তারা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকায় জলকামান নিয়ে পুলিশকেও প্রস্তুত থাকতে দেখা যায়। আউটসোর্সিং কর্মচারীদের অনেকে সড়কে শুয়ে-বসে পড়েন। আড়াই ঘণ্টার মত অবরোধের পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular