পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জ থেকে এমপি প্রার্থী হওয়ার ইচ্ছে আমার নেই । আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। এ অপপ্রচার পীরগঞ্জের ঐক্যবদ্ধ বিএনপি’র মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস।
রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ শনিবার (১ মার্চ) পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ছবি সম্বলিত পোষ্টার ছাপিয়ে একটি কুচক্রি মহল তাঁকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এ অপকর্ম করেছে। পীরগঞ্জের বিভিন্ন স্থানে আমার ছবি সম্বলিত বিশেষ ধরনের পোষ্টার দৃশ্যমান হয়েছে। কথিত রয়েছে-‘পরিবর্তনের স্বপ্নে বিভোর পীরগঞ্জ বাসীর প্রচারনায়”উক্ত পোষ্টারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৬ (পীরগঞ্জ) আসনে পীরগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতা কর্মী ও সমর্থকবৃন্দ আমাকে এমপি প্রার্থী হিসেবে দেখতে চায় বলে উল্লেখ করা হয়েছে এবং আমার ছবি ব্যবহার করা হয়েছে। রাতারাতি ছড়িয়ে দেয়া উক্ত পোষ্টারের বিষয়টি আমি অবহিত হয়ে হতবাক ও মর্মাহত হয়েছি।
আমার অনুমতি ব্যতিত এমন পোষ্টার ছাঁপানোর মাধ্যমে পীরগঞ্জ বাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে আমি তাদের প্রতি ঘৃনা ও ধিক্কার জানাচ্ছি । তিনি আরো বলেন- আমরা রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে দলকে এগিয়ে নিচ্ছি। আগামীতে যাতে আমাদের নেতা সাইফুল ইসলামকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করতে পারি। এজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, সদস্য সচিব সহকারি অধ্যাপক জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল, সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, উপজেলা বিএনপি’র সদস্য মোস্তফা মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।