গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উস্থি ইউনিয়নের কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। উস্থি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মজনু ভেন্ডারের সভাপতিত্বে এবং উস্থি ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট ফাতাহ খান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ফাতাহ খান বলেন,দেশের জনগণ আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে। একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য শত শত মানুষ শহীদ হয়েছেন।
জুলাই অভ্যুৎখান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আমরা আগামী নির্বাচনে গফরগাঁও উপজেলার আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন। এই দফাগুলো বাস্তবায়ন করেই গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেনপাগলা থানা বিএনপির সাবেক সদস্য এম এ মালেক, আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং ইফতার পরিবেশন করা হয়।