নিউজ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, আগামী বছরই রাজনৈতিক সরকার আসতে পারে। আমরা খুব স্বল্পকালীন একটি সরকার।
গুলশানের একটি হোটেলে শনিবার সকালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন কনফারেন্সে এ কথা বলেন তিনি।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আগামী বছরই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত। জানি না আসলে কি হবে। আগামী বছরই হয়তো আমরা রাজনৈতিক সরকার দেখতে পাবো।
সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।