ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতআটোয়ারীতে অপরেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৭ জন

আটোয়ারীতে অপরেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৭ জন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: দেশজুড়ে চলমান অপরেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে, গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত পইম উদ্দিনের পুত্র উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম(৫৫),  ১৪ ফেব্রুয়ারি মির্জাপুর ইউনিয়নের মৃত উজির আলী’র পুত্র সাবেক মেম্বার ও বার আউলিয়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ তসলিম উদ্দীন(৫৯) ও রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত দুলাল ইসলামের পুত্র ছাত্রলীগ সমর্থক মোঃ তুষার ইমরান(২২), ১৫ ফেব্রæয়ারি রাধানগর ইউনিয়নের বড়দাপ (দীঘিপাড়া) গ্রামের মৃত মশির উদ্দীনের পুত্র আওয়ামী লীগ সমর্থক মোঃ নজরুল ইসলাম(৪০), ১৬ ফেব্রæয়ারি মির্জাপুর ইউনিয়নের মোঃ মসলিম উদ্দীনের পুত্র মির্জাপুর ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল হক (৩৬), ১৮ ফেব্রæয়ারি রাধানগর ইউনিয়নের মৃত আলমগীরের পুত্র ঢাকা কলেজ শাখা ছাত্র লীগের সাবেক আহবায়ক মোঃ নাজমুল হাসান (২৯) ও মির্জাপুর ইউনিয়নের মোঃ তসলিম উদ্দীনের পুত্র মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়া রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামের ওলামা লীগের সভাপতি মোঃ মজিবর রহমান(মজনু)’র পুত্র মোঃ আকতারুজ্জামান বোদা উপজেলা এলাকা থেকে গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়া গেছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল ডেভিল হান্ট অভিযানে তাদের গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, চলমান এ অভিযান অব্যাহত আছে।, কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিশৃঙ্খলাকারীদের তাৎক্ষনিক গ্রেফতার করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular