ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়আটোয়ারীতে ইনোভেটিভ আইডিয়া উপস্থাপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারীতে ইনোভেটিভ আইডিয়া উপস্থাপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে ইনোভেটিভ আইডিয়া উপস্থাপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপি তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশের উন্নয়ন সংক্রান্ত সৃজনশীল কাজে আইসিটি সম্পর্কিত তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা উদ্ভাবনী গুনাবলী বিকাশের লক্ষ্যে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় এক বা একাধিক আইসিটি বিষয়ক উদ্ভাবনী আইডিয়া বা ধারনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে এবং আইসিটি প্রোগ্রামার কর্মকর্তা এ.এম আরিফুল ইসলামের সঞ্চালনায় আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতার উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সনদপত্রসহ পুরস্কার প্রদান করা হয়। এসময় একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular