ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়আটোয়ারীতে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, অন্যান্য উপজেলার চেয়ে আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

আটোয়ারীতে চুরি করতে এসে জনতার হাতে আটকের পর ধর্ষন সহ হত্যার মুল রহস্য আসামীর লোমহর্ষক জবানবন্দীর কথা তুলে ধরেন ওসি রফিকুল ইসলাম সরকার জুয়েল।

সভায় উপজেলা নির্বাহী অফিসার(অ.দা.) মোঃ শাহরিয়ার নজির সভাপতিত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি)(অ.দা.) এস. এম. ফুয়াদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনিরা সুমি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, বর্ষালুপাড়া বিজিবি কোম্পানী কমান্ডার রফিকুল ইসলাম, গিরাগাঁও বিজিবি কোম্পানী কমান্ডার ইয়াহিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম(কচি), আবু জাহেদ, আলহাজ¦ দেলোয়ার হোসেন, আবু তাহের মোঃ দুলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ।

সভায় বিভিন্ন ভাতাভোগীদের মোবাইলের অর্থ একটি চক্র কৌশলে হাতিয়ে নেওয়া, মাদক, চোরাচালান, চুরি, ছিনতাই, ফকিরগঞ্জ বাজারের অব্যবস্থাপনাসহ আইন-শৃঙ্খলা বিষয়ে অনেক ফলপ্রসু আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ শাহরিয়ার নজির চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনার সুপারিশ করেন এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন। আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার(অ.দা.) ও উপজেলা প্রশাসক (অ.দা.)মোঃ শাহরিয়ার নজির এর সভাপতিত্বে উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের সমস্যা ও সম্ভাবনা সমুহ উপস্থাপন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular