ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” শ্লোগান নিয়ে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উ”চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয়ের আয়োজনে ৩৫টি ইভেন্টের ওপর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরমিন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশংসা করে ইউএনও বলেন, এই সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের খেলাধূলা, উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলার স্টল ও বিতর্ক প্রতিযোগিতা আমাকে মুগ্ধ করেছে।

তিনি বলেন,শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশী ভূমিকা রাখে খেলাধূলা। খেলাধূলা শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ সহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধূলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশেও সহায়তা করে। সু¯’ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধূলার ভূমিকা অনস্বীকার্য।

এসময় শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছে বিদ্যালয়ের কিছু সমস্যা সমাধানের মৌখিক দাবী জানায়। প্রধান অতিথি দাবীগুলো ক্রমান্বয়ে সমাধানের আশ্বাস দেন। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী,অভিভাবক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সহ আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য. প.প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) মোঃ ফয়সাল, একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সা. সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular