নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে।
ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে সোমবার (৩০ ডিসেম্বর) আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেয়ার জন্য ৭ দিনের মধ্যে আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়।
আইন উপদেষ্টা বলেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করছে। এটি বন্ধ করতে হবে।