ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি : ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ শ্লোগানে নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, এনএসআই এর যুগ্ম-পরিচালক ফিরোজ কবির মাহমুদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। স্বাগত বক্তৃতা দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩৮ জন আনসার সদস্যদের মাঝে পুরষ্কার হিসেবে বাই সাইকেল, সেলাই মেশিন ও ছাতাসহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সমাবেশে ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, সদর উপজেলা প্রশিক্ষক মো. রকিবুল ইসলামসহ জেলা আনসার ও ভিডিপির সকল কর্মকর্তা কর্মচারী এবং আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular