ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুড়িগ্রামআনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার বিভিন্ন সংস্থার নিয়োজিত অঙ্গীভূত সদস্যদের মাঝে এ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

বুধবার বিকারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের উদ্যোগে শীত প্রবণ এলাকাসহ সারা দেশে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস মহোদয়ের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। মহাপরিচালক মহোদয়ের উপহার পেয়ে অঙ্গীভূত আনসার সদস্যদের মনোবল, প্রশাসনিক ও অপারেশনাল কাজের গতি আরো বৃদ্ধি পাবে। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার বিভিন্ন সংস্থার ২১১জন অঙ্গীভূত আনসার সদসদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular