ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরআন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিতে সদর হাসপাতালের চিকিৎসকরা

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিতে সদর হাসপাতালের চিকিৎসকরা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্মবিরতি পালন করছে চিকিৎসকরা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে গতকাল রোববার (২ মার্চ) সকাল থেকে তারা এ কর্মবিরতি দিয়েছেন।

চিকিৎসকরা জানান, আন্তঃক্যাডার বৈষম্য, আর্থিক বৈষম্য ও সামাজিক বৈষম্য নিরসনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

অন্য দিকে কর্মবিরতি দেওয়ার ফলে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সাময়িক বিড়ম্বনায় পড়েন। তবে চিকিৎসকরা জানিয়েছেন- জরুরি বিভাগের সেবা তারা অব্যাহত রেখেছেন।

কর্মবিরতিতে থাকা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মোরশেদ আলম হিরু ও মেডিকেল অফিসার ইকবাল মাহমুদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসকদের পূর্ণ কর্মবিরতি চলতেছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য ক্যাডারে বৈষম্য রয়েছে। স্বাস্থ্য বিভাগে প্রশাসন ক্যাডারে স্বাস্থ্য ক্যাডার থেকে পদায়ন দেওয়া হয় না। প্রশাসন ক্যাডার চিকিৎসকদের নিয়ন্ত্রণ করে। আর্থিক এবং সামাজিক বৈষম্যেও আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular