ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুরআবু সাঈদের কবর জিয়ারত করলেন রংপুরের বিভাগীয় কমিশনার

আবু সাঈদের কবর জিয়ারত করলেন রংপুরের বিভাগীয় কমিশনার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন নবাগত রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি ।

গতকাল সোমবার দুপুরের পর বিভাগীয় কমিশনার পীরগঞ্জের বাবনপুরে পৌঁছেন এবং শহীদ আবু সাঈদের কবর জেয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কুশল বিনিময়কালে তিনি আবু সাঈদের পিতা মোকবুল মকবুল হোসেনের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন ।

এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, সহকারী কমিশনার(ভ’মি) ত্বকী ফয়সাল তালুকদার বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন ।

পরে বিভাগীয় কমিশনার সেখানে গণমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, একটা শোষন ও দুর্ণিতীমুক্ত দেশ গঠনের জন্য আবু সাঈদ সহ অনেকে জীবন দিয়েছেন । আমাদেরকে সেটি মনে রাখতে হবে ।

তাদের রক্তকে বৃথা হতে দিতে পারিনা । শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে এক সঙ্গে কাজ করতে হবে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular