ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিআবেগের কোনো কাজ করলে রাষ্ট্র বিপদে পড়বে : মির্জা ফখরুল

আবেগের কোনো কাজ করলে রাষ্ট্র বিপদে পড়বে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিবর্তন বা সংস্কার যুগোপযোগী করতে হবে। আমরা কঠিন এক সময় পার করছি। আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করলে রাষ্ট্র বিপদে পড়ে যাবে ।

রাজধানীর ডিআরইউতে বুধবার (৩০ অক্টোবর) ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এটি একটি সন্ত্রাসী দল। দেশের মানুষ শেখ হাসিনাকে সরানোর জন্য খালি হাতে লড়াই করে প্রমাণ করেছে, জনগণ সম্পৃক্ত হলে সব সম্ভব। আমাদের সামনে সবচেয়ে বড় কাজ হলো গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে হত্যা আর লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছিল।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে হবে। আমরা সবাই রাজনৈতিক কর্মী। আমরা রাজনীতি করি দেশ ও দেশের মানুষের জন্য। অল্প সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন এটা আমাদের প্রত্যাশা।

জাতি হিসেবে টিকে থাকতে হলে একেবারেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সরকার চেষ্টা করছে। তারা (অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা) একেবারেই কিছুই করেননি, এটা ঠিক না। সার্চ কমিটি করেছে। আমাদের প্রত্যাশা ছিল, কমিটির তৈরির আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন-এমন অভিমতও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমরা কঠিন এক সময় পার করছি। আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করলে রাষ্ট্র বিপদে পড়ে যাবে। এ স্বাধীনতাকে ধরে রাখার দায়িত্ব তরুণদের। এ সরকারের পলিটিক্যাল লোক নেই। রাজনীতিবিদ ছাড়া কোনো সংস্কার হয় না। বাংলাদেশের রাজনীতি সহজ নয়। আমার ধৈর্য্যের সঙ্গে কাজ করছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular